Zakat, Islamic Economics and Bangladesh Part 2 : একজন মুসলমান হিসেবে যাকাত সর্ম্পকে জানা আপনার ঈমানী দায়িত্ব
সম্পদ ও যাকতের হিসাব
আমাদের দেশে অধিকাংশ মুসলমানের ধারনা শুধুমাত্র স্বর্ণ বা রৌপের উপরই যাকাত নির্ধারিত। ইসলামি শরিয়ত বা আইন অনুযায়ী স্বর্ণ ও রৌপ্য ব্যাতিত আরো অনেক ধরনের সম্পদ রয়েছে যাদের উপর যাকাত প্রযোজ্য। স্বর্ন এবং রৌপ্য যেহেতু বহুলপ্রচলিত মূল্যবান সম্পদ তাই এর উপর যাকাতের হিসাব কি রকম হবে তা শুরুতেই বর্ণনা দিচ্ছি।
১. স্বর্ণ : ২০ মিসকাল বা সাড়ে সাত তোলা (৭.৫ তোলা) বা সাড়ে সাত ভরি (৭.৫ ভরি) বা ৮৭.৪৫ গ্রাম সমপরিমান স্বর্ণের উপর ০.৫ (আধা) মিসকাল বা শতকরা ২.৫% যাকাত প্রযোজ্য।
২. রৌপ্য : দুইশত (২০০) দিরহাম বা ৫২.৫ (সাড়ে বায়ান্ন তোলা) বা সাড়ে বায়ান্ন ভরি (৫২.৫) বা ৬১২.১৫ গ্রাম সমপরিমান রৌপ্য থাকলে তার উপর পাঁচ (৫) দিরহাম বা শতকরা ২.৫% যাকাত প্রযোজ্য।
৩. উৎপাদিত ফসল বা ফল : জমিতে উৎপাদিত ফসল বা ফল যদি কাচাঁমাল হয় তবে কমপক্ষে পাচঁ ওসাক বা ২৬ মন ১০ কেজি অর্থ্যাৎ ১০৫০ কেজি (এক হাজা পঞ্চাশ কেজি) তার এক দশমাংশ বা শতকরা ১০% যাকাত দিতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে যদি ফসল বৃষ্টির পানি দ্বারা উৎপদিত হয় তবে ১০ ভাগের ১ ভাগ (১০%) এবং যদি ফসল সেচের পানি দ্বারা উৎপাদিত হয় তবে ২০ ভাগের ১ ভাগ (৫%) যাকাত দিতে হবে। তবে যেহেতু বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে এবং এর জমির উপর সরকার ভূমি কর আদায় করে তাই বাংলাদেশে উৎপাদিত ফসল বা ফলের উপর যাকাত দিতে হবে না। কারন উৎপাদিত ফসল বা ফলের উপর যাকাত নির্ধারনের ক্ষেত্রে জমি খুবই গুরুত্বপূর্ন।
৪. চতুস্পদ জন্তু : চতুস্পদ জন্তু বলতে মূলত যে সকল প্রাণী চারণভূমিতে বিচরণ করে তাদেরকে বুঝানো হয়েছে। যার মধ্যে চার প্রকার পশু সবচেয়ে বেশী পাওয়া যায়।
- গরু / মহিষ : কারো নিকট ৩০টি গো-চারণে বিচরণশীল গরু বা মহিষ একবছর বিদ্যমান থাকলে তাকে একটি বাছুর যাকাত দিতে হবে। যদি গরু বা মহিষের সংখ্যা ৪০ হয় তবে তাকে দুই বছর বয়সি একটি বাছুর যাকাত দিতে হবে।
- ছাগল : প্রতি ৪০টি থেকে ১২০টি পর্যন্ত বিচরণশীল ছাগলের জন্য একটি ছাগল যাকাত দিতে হবে।
- ঘোড়া : ইমাম আবু হানিফা (রা:) এর মতে প্রতি ৫টি ঘোড়ার জন্য একটি বকরি যাকাত দিতে হবে।
- উট : কেউ ৫টি উটের মালিক হলে তাকে একটি বকরি যাকাত দিতে হবে। যদি উটের সংখ্যা ৫ এর কম হয় তবে যাকাত দিতে হবে না।
৫. নগদ অর্থ : আমাদের দেশে অনেকের ধারনা শুধুমাত্র স্বর্ন বা রূপার উপরই যাকাত দিতে হয়; এটা সম্পূর্ন ভুল। নগদ বা সঞ্চিত অর্থের (টাকা) উপর ও যাকাত ফরজ। যদি কারো নিকট সাড়ে সাত তোলা বা ভরি স্বর্ণের বাজারদর সমপরিমান অর্থ নগদ বা সঞ্চিত থাকে যা এক বছর অতিবাহিত হয়েছে তবে তাকে যাকাত দিতে হবে। এক্ষেত্রে শকতরা ২.৫% হারে যাকাত আদায় করতে হবে।
৬. ব্যবসয়িক পণ্যের উপর : ব্যসায়ের পণ্যের মূল্য যদি নিসাব সমপরিমান অর্থ্যাৎ সাড়ে সাত তোলা বা ভরি স্বর্ণের বাজারদর সমপরিমান হয় তবে তার উপর যাকতা ওয়াজিব হবে। ব্যবসায়িক পণ্যের মূল্য নির্ধারন করে শতকরা ২.৫% হারে যাকাত আদায় করতে হবে।
উটের উপর যাকাতের হিসাব
চারণভূমিতে বিচরনশীল উটের উপর যাকাত ফরজ তবে তার সংখ্যা ৫ বা তার বেশি হতে হবে এবং সেই সকল উটের মালিকানা ১ বছর হতে হবে। যেহেতু উটের সংখ্যা ৫ এর নিচে হলে যাকাত দিতে হবে না বরং ৫ এর উপর হলেই দিতে হবে সেক্ষেত্রে কতগুলো উটের উপর কি পরিমান যাকাত হবে তার হিসাব ইসলামী শরিয়তে বর্ণিত হয়েছে নিম্নরুপ:
৫টি হতে ৯টি উটের জন্য ১টি বকরি যাকাত দিতে হবে।
১০টি হতে ১৪টি উটের জন্য ২টি বকরি যাকাত দিতে হবে।
১৫টি হতে ১৯টি উটের জন্য ৩টি বকরি যাকাত দিতে হবে।
২০টি হতে ২৪টি উটের জন্য ৪টি বকরি যাকাত দিতে হবে।
২৫টি হতে ৩৫টি উটের জন্য ১টি এক বছরের উটনী (মাখায) যাকাত দিতে হবে।
৩৬টি হতে ৪৫টি উটের জন্য ১টি দুই বছরের উটনী (বিনতে লাবুন) যাকাত দিতে হবে।
৪৬টি হতে ৬০টি উটের জন্য ১টি তিন বছরের উটনী (হিক্কাহ) যাকাত দিতে হবে।
৬১টি হতে ৭৫টি উটের জন্য ১টি চার বছরের উটনী (জায্্য়া) যাকাত দিতে হবে।
৭৬টি হতে ৯০টি উটের জন্য ২টি দুই বছরের উটনী (বিনতে লাবুন) যাকাত দিতে হবে।
যাকাত সর্ম্পকে আরো বিস্তারিত জানতে পড়ুন পর্ব : Zakat, Islamic Economics and Bangladesh Part 3