গনভবন – প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনকে মুলত গনভবন বলে। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন বা গনভবন জাতীয় সংসদভবন এর উত্তরপাশে শেরেবাংলা নগরে অবস্থিত। আজকের ব্লগ এ মুলত আমরা যেই গনভবনকে আমাদের পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করব তা হলো উত্তরা গনভবন বা দিঘাপতিয়ার রাজবাড়ী; যা ১৯৭২ সালের ৯ই ফ্রেবরুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নাম দিয়েছিলেন উত্তরা গনভবন।
নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে রাজশাহী বগুড়া হাইওয়ের পাশে অবস্থিত ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গনভবন। আপনারা অনেকেই ভারতীয় সিনেমা বা সিরিয়ালে দেখবেন জয় ভবানী বলে স্লোগান দিতে; অনেকেই হয়ত জানেন না যে সেই রানী ভাবানী ছিলেন রাজা রামজীবন রায়ের পুত্রবধূ। রাজা রামজীবন রায় ছিলেন নাটোর রাজ বংশের প্রতিষ্ঠাতা এবং এই দিধাপতিয়া রাজবাড়ীর পূর্বসুরী।
রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর মাধ্যমে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় স্বপরিবারে কলকাতা চলে যান। পরবর্তীতে পূর্ব পাকিস্তান সরকান ১৯৬৬ সালে এই দিঘাপতিয়া রাজবাড়ীকে গর্ভনর হাউস নামকরন করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৯ই ফ্রেবরুয়ারী ১৯৭২ সালে গর্ভনর হাউসকে উত্তরা গনভবন হিসিবে ঘোষনা দেন। উত্তরা গনভবন গনপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসিবে পরিচিত।