SEO ডিজিটাল যুগে সাফল্যের মূল চাবিকাঠি

SEO is the key to success

SEO is the key to success:

SEO is the key to success কেন বলা হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কেনই বা এতটা জরুরি বুঝতে হলে জানতে হবে কিছু তথ্য I যেমন এই মুহূর্তে সামগ্রিক পৃথিবীতে ১৭০ কোটি ওয়েবসাইটস সচল রয়েছে, তার মধ্যে হয়তো আপনার ওয়েবসাইট মাত্র একটি I যেখানে প্রতিদিন গড়ে ৩৫০ কোটি সার্চ হয়ে থাকে শুধুমাত্র গুগোল, এই ৩৫০ কোটি সার্চের মধ্যে কতজন মানুষ আপনার ওয়েবসাইট সার্চ করছে বা সার্চ করার পর আপনার ওয়েবসাইটটি সর্বপ্রথম আসছে কি ?

একটা সময় ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও খুব বেশী গুরুত্বপূর্ণ ছিল না, কারণ সেই সময় এত ওয়েবসাইট ও ছিল না; মানুষ অনলাইনে খুব একটা খুঁজতো না যার ফলে আপনার কনটেন্ট যদি খুব ভালো হতো অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট বা আপনার কনটেন্ট গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনের প্রথম পেজে চলে আসতো I দিন যত যাচ্ছে মানুষ তত বেশি অনলাইনের প্রতি ঝুঁকছে এবং প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে I আরেকটি পরিসংখ্যান বলি আপনাদেরকে, প্রতিদিন গড়ে ৫ লক্ষ ৭৬ হাজার নতুন ওয়েবসাইট লঞ্চ হয় পৃথিবীতে অর্থাৎ যেখানে আপনি একটি ওয়েবসাইট করার জন্য অনেক সময় নিচ্ছেন আপনার কনটেন্ট তৈরি করার জন্য অনেক সময় নিয়েছেন সেই সময়ের মধ্যে কয়েকটি ওয়েবসাইট তৈরী হয়ে যাচ্ছে এত হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে আপনার কনটেন্ট কেন মানুষের কাছে জরুরি কেন সেটা সার্চ ইঞ্জিনের সর্বপ্রথম আসবে এটা ডিসাইড করার জন্য SEO প্রয়োজন I

শুধু তাই নয় পরিসংখ্যান বলে গুগলের সার্চ পেইজের প্রথমে যে সকল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটেই সাধারণত ৮০ % মানুষ ভিজিট করে বাকি ২০ % এর মধ্য থেকে প্রায় ১৫ % ভিজিট করে সেকেন্ড এন্ড থার্ড ওয়েবসাইটে বাকি ৫ % মানুষ ৪ থেকে ১০ এর মধ্যে ভিজিট করে এবং আরেকটি পরিসংখ্যান বলে গুগলে যেই পরিমান সার্চ হয়ে থাকে তার এক পারসেন্ট মানুষ গুগল সার্চ পেইজের দ্বিতীয় পেইজ ভিজিট করে না I তাহলে আপনার যে সাইট রয়েছে সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে আপনার ওয়েবসাইট কে গুগলের সার্চ এর শুধু প্রথম পেইজে নয়; সর্বপ্রথম স্থানে নিয়ে আসতে হবে আর এই জন্যই এসইও I

তবে ভয়ের কোন কারণ নেই সামান্য কিছু টেকনিক এবং কিছু জ্ঞান চর্চার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারবেন একজন এসইও বিশেষজ্ঞ I আপনার কনটেন্ট কে আপনি নিজেই পৌঁছে দিতে পারবেন মানুষের কাছে এসইওর মাধ্যমে I আজকের ব্লগে আমি মূলত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এসইও টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আপনারা ব্যবহার করলে আমি আশা করছি আপনাদের কনটেন্টও গুগলের সার্চ পেইজের প্রথম দিকে চলে আসবে সেই সাথে আরেকটি কথা বলে রাখা ভাল পৃথিবীর কোন কিছুই কখনই স্থায়ী নয় স্পেশালি টেকনোলজিতে আজকে যে টেকনিক কাজে লাগছে সেইটা হয়তো বা আজ থেকে পাঁচ বছর পর আর কাজে নাও লাগতে পারে তাই সর্বপ্রথম যে জিনিসটা আপনার জানা দরকার সেটা হচ্ছে এসইও এক্সপার্ট হতে গেলে নিয়মিত আপনাকে আপনাকে চর্চা করতে হবে I

আমাদের এই ব্লগ বা আর্টিকেলটি ও SEO অপ্টিমাইজ করা I একটি ব্লগ বা আর্টিকেল ভাল SEO স্কোরের জন্য নীচের পয়েন্টগুলি থাকতে হবে

SEO is the key to success -Post-for-Sultan-Enterprise-by-Md-Jahangir-Adil

If you want your website to appear at Google when people are searching then your site must be indexed at Google Search Console. No matter how good your content is you need SEO-optimized content to stand high. So, SEO is the key to success in the digital era.

SEO সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ব্লগ এসইওর আদ্যোপান্ত – SEO A to Z পড়ুন