ডিজিটাল মার্কেটিং আসলেই কি?

What exactly digital marketing is blog at sultanee.com by md jahangir adil

What exactly digital marketing is? বা ডিজিটাল মার্কেটিং আসলেই কি?

খুব জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুব সহজ। এই ব্লগে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। গত এক দশকে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং চ্যানেল গুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্ব উপাদানে পরিণত হয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান বা যে সকল অরগানাইজেশন বিভিন্ন ধরনের সেবা এবং পণ্য বিপণন বা বিক্রি করে থাকেন তারা খুব সহজেই নির্দিষ্ট/সিলেক্টেড কাস্টমারের/গ্রাহকদের কাছে তাদের পণ্যের বা সেবার বিজ্ঞাপন গুলোকে খুব সহজে পৌঁছে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে খুব কম খরচ এবং অনেক বেশি পরিমাণ বিক্রি বাড়ানো সম্ভব এ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

কোভিড -১৯ করোনাভাইরাস এর কারণে বর্তমান পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ মানুষ তাদের নিয়মিত উপার্জন বা চাকরি হারাচ্ছেন। সেই জায়গায় যদি ডিজিটাল মার্কেটিং এ আপনি আপনার এক্সপার্টিজ তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে অপার সম্ভাবনা; কারণ আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের এই দেশগুলোতে ডিজিটাল মার্কেটিং হয়ে উঠবে অন্যতম মার্কেটিং এর মাধ্যম বা একমাত্র মাধ্যম।

Salary.com এর তথ্য মতে শুধুমাত্র এসইও স্পেশালিস্ট বছরে প্রায় ৫৯,০০০ মার্কিন ডলার আয় করে থাকে এবং সোশ্যাল মিডিয়া এতটাই জনপ্রিয় আমাদের দেশে যে একজন সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট শুধু একটি ব্যাচেলর ডিগ্রী থাকলেই বছরে প্রায় ৬৩১৪১ ডলার উপার্জন করতে পারে।

আমাদের আজকের ব্লগে আমরা চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেয়ার জন্য যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে আমাদের যে নিয়মিত কোর্সগুলোর রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন।

What exactly digital marketing is? ডিজিটাল মার্কেটিং আসলেই কি?

ডিজিটাল মার্কেটিং (অনলাইন মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং বা ওয়েব মার্কেটিং নামে পরিচিত) বলতে ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ্লিকেশন, ইমেল, বা সার্চ ইঞ্জিনের মতো ঐতিহ্যবাহী এবং নতুন ডিজিটাল চ্যানেলগুলির মাধ্যমে বিতরণ করা কোনও ধরণের মার্কেটিং বা বিজ্ঞাপনকে বোঝায়।

সবচাইতে জনপ্রিয় এবং অধিক পরিমাণে ব্যবহৃত ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলো হলো

  • Pay-per-click এডভার্টাইজিং (পিপিসি)
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
  • ইমেইল মার্কেটিং
  • কনটেন্ট মার্কেটিং
  • মোবাইল মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • ফোরাম মার্কেটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • মার্কেটিং অটমেশন
  • ইনফ্লুয়েন্স মারকেটিং
  • রেফারাল মারকেটিং

সহজ ভাষায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে মার্কেটিং করা। প্রতিটা শিল্প বিপ্লবই কোনো না কোনো ধরনের পরিবর্তন পৃথিবীতে দিয়েছে; ঠিক তেমনি ভাবে চতুর্থ শিল্প বিপ্লব এর অন্যতম অবদান হচ্ছে ইন্টারনেটই আর এই ইন্টারনেটের মাধ্যমে যখন মার্কেটিং করা হয় তখন সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী কারণ তারাই হচ্ছে আমাদের মূল দর্শক বা শ্রোতা, টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা টেলিভিশনে যে সকল দর্শক থাকে তাদের কাছে বিজ্ঞাপন প্রচার করতে চাই তাদেরকে দেখাতে চাই; ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটাই ইন্টারনেট যারা ব্যাবহার করে তাদেরকে আমরা দেখাতে চাই।

বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান লোকালই তাদের ব্যবসা করতে চায় অর্থাৎ বাংলাদেশের মধ্যে যারা ব্যবসা করতে চায় তাদের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর মূল দর্শক হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। বিটিআরসির তথ্য অনুসারে বর্তমানে (মার্চ ২০২১ পর্যন্ত) বাংলাদেশে মোট ১১৬.১৪ মিলিয়ন বা ১১ কোটি ৬১ লক্ষ ৪০ হাজার ইন্টারনেট গ্রাহক সক্রিয় রয়েছেন, যা প্রতিনিয়তই বাড়ছে। এদরে মধ্যে ১০ কোটি ৬৩ লক্ষ ৩০০০০ ই হচ্ছে মোবাইল ইন্টারনটে ব্যবহারকারী।

তাহলে মূলকথা দাঁড়াচ্ছে উপরে বর্ণিত ডিজিটাল মার্কেটিং এর যে কোন পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এর প্রচার প্রসার করতে চাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বিজ্ঞাপন অবশ্যই যাতে মোবাইল ব্যবহারকারীদের জন্য উপযুক্ত হয় কারণ অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী যেহেতু মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সেক্ষেত্রে যদি এটা মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং সফল হবে না।

এবার চিন্তা করুন বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান গ্লোবালি তাদের প্রচার-প্রসার করতে চায় অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট ধরতে চায় তাহলে তাদের ডিজিটাল মার্কেটিং এর গ্রাহক সংখ্যা কত আন্দাজ করতে পারবেন? তাদের গ্রাহক সংখ্যা হচ্ছে ৪.৭২ বিলিয়ন। ২০২১ সালের এপ্রিল মাসে বিশ্বের ৪.৭২ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করেন – যা বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের ও বেশি।

Global-Digital-Overview-April-2021 data sahre ate sultanee.com
Global-Digital-Overview-April-2021

তাহলে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং এর পরিধি কত ব্যাপক। আশা করি আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি What exactly digital marketing is? তাহলে আর অপেক্ষা কেন? এখনই ডিজিটাল মার্কেটিং শুরু করুন

Leave a Reply

This site uses User Verification plugin to reduce spam. See how your comment data is processed.