ই-পাসর্পোট করতে চান – আবেদনের আগে যা আপনার জানা প্রয়োজন

অনেকেই পাসর্পোট করবেন বলে মনে মনে চিন্তা করছেন, তবে নানা রকম জটিলতার কথা ভেবে ইচ্ছা থাকা সত্বেও পাসর্পোট করছেন না। তাদের সবার জন্য আজকের এই আর্টিকেল। আজকে আমি মূলত আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করব এবং আশা করি এর মাধ্যমে আপনি নিজেই আপনার পাসপোর্ট আবেদন করতে পারবেন। তাহলে একটু ধৈর্য্য নিয়ে পুরো আর্টিকেল টা পড়ে নিন।

পাসর্পোট এর ধরণ:

মূলতঃ তিন ধরনের পাসর্পোট হয়ে থাকে। ১) বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক ২) বাংলাদেশে বসবাসরত সরকারী কর্মচারী বাংলাদেশী নাগরিক ৩) বাংলাদেশের বাহিরে অবস্থানরত মিশনে নিযুক্ত বাংলাদেশী নাগরিক। (মিশন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিশ^জুড়ে কূটনৈতিক এবং কনস্যুলার, ২০২২ সাল পর্যন্ত সারা বিশে^ ৮২টি মিশন আছে; যার মধ্যে ৫৯টি দূতাবাস / হাই কমিশন, ২০টি কনস্যুলার মিশন এবং নিউইর্য়ক সিটি ও জেনেভাতে জাতীসংঘে ২টি স্থায়ী মিশন)

পাসর্পোট প্রদানের সময়ের উপর নির্ভরকরে ৩ প্রকার আবেদন করার সুযোগ আছে তা হলো ১) রেগুলার ডেলিভারি বায়োমেট্রিক এর পর ১৫ / ২১ দিন সময় লাগবে । ২) এক্সপ্রেস ডেলিভারি বায়োমেট্রিক এর পর ৭ / ১০ দিন সময় লাগবে । ৩) সুপার এক্সপ্রেস ডেলিভারি বায়োমেট্রিক এর পর ২ দিন সময় লাগবে ।

পাসর্পোট ফি: Visit e-passport website for the fee’s details

ই-পাসর্পোট ফি বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক (১৫% ভাট সহ)
পাসর্পোট এর ধরন ও ফিরেগুলার ডেলিভারিএক্সপ্রেস ডেলিভারিসুপার এক্সপ্রেস ডেলিভারি
৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদ৪,০২৫ টাকা৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা
৪৮ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদ৫,৭৫০ টাকা৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদ৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা১২,০৭৫ টাকা
৬৪ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদ৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা১৩,৮০০ টাকা
https://www.epassport.gov.bd/instructions/passport-fees

ই-পাসর্পোট ফি বাংলাদশে মিশনের সাধারণ আবদেনকারী
পাসর্পোট এর ধরন ও ফিরেগুলার ডেলিভারিএক্সপ্রেস ডেলিভারি
৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদইউ এস ডি ১০০ইউ এস ডি ১৫০
৪৮ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদইউ এস ডি ১২৫ইউ এস ডি ১৭৫
৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদইউ এস ডি ১৫০ইউ এস ডি ২০০
৬৪ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদইউ এস ডি ১৭৫ইউ এস ডি ২২৫
https://www.epassport.gov.bd/instructions/passport-fees

ই-পাসর্পোট ফি বাংলাদশে মিশনের শ্রমিক এবং ছাত্র আবদেনকারী
পাসর্পোট এর ধরন ও ফিরেগুলার ডেলিভারিএক্সপ্রেস ডেলিভারি
৪৮ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদইউ এস ডি ৩০ইউ এস ডি ৪৫
৪৮ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদইউ এস ডি ৫০ইউ এস ডি ৭৫
৬৪ পৃষ্ঠা ও ৫ বছর মেয়াদইউ এস ডি ১৫০ইউ এস ডি ২০০
৬৪ পৃষ্ঠা ও ১০ বছর মেয়াদইউ এস ডি ১৭৫ইউ এস ডি ২২৫
https://www.epassport.gov.bd/instructions/passport-fees

প্রয়োজনীয় কাগজপত্র:
১) অনলাইন আবেদন সম্পন্ন করার পর সারংশের প্রিন্টকপি (্এপয়েন্টমেন্ট সহ / কাগজপত্র জমা দেয়ার তারিখ যা আপনি নিজে অনলাইন আবেদনের সময় নির্বাচিত করেছিলেন)
২) পরিচয়পত্রের প্রিন্টকপি (জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন) জন্মনিবন্ধন শুধুমাত্র অপ্রাপ্ত বয়স্কদের জন্য। প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামুলক।
৩) টাকা জমার রশিদ এর প্রিন্টকপি (অনলাইনে ও টাকা জমা দেয়া যায়)
৪) পূর্ববর্তী পাসপোর্ট (যদি থাকে)
৫) তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে)
৬) আবেদনপত্রের প্রিন্টকপি।
৭) এন ও সি / গো শুধুমাত্র সরকারী চাকুরিজীবিদের জন্য।

কিভাবে আবেদন করবেন, কোথায় কাগজপত্র জমা দিবেন, কিভাবে টাকা জমা দিবেন সহ বাকী বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন / বিজিট করুন পরবর্তী আর্টিকেল। https://sultanee.com/bangladeshi-e-passport-application-process-part-2/