History of Function Key
ফাংশন কী সংজ্ঞা: কম্পিউটার কীবোর্ডের কী সেট গুলির যে কোনওটিতে বিশেষ ফাংশন বা প্রোগ্রাম করা যেতে পারে। প্রায় প্রতিটি সফটওয়্যারে এগুলোর বিশেষ কিছু কাজ রয়েছে। উদাহরণ স্বরূপ Ctrl+F2 চেপে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। এই ফাংশন কি উইন্ডোজের সব জায়গায় হেল্প মেনু হিসেবে কাজ করে থাকে। আপনি যদি কোনো প্রোগ্রামে কাজ করতে গিয়ে হঠাৎ কোনো অংশের কাজ না পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে F1 চাপলে সেই প্রোগ্রামের সাহায্যে পর্দায় চালু হয়ে যাবে।
মাউসরে পরর্বিতে এক্সলেরে কীর্বোড ফাংশন কী গুলি নির্দিষ্ট কছিু কাজ করার সহজ এবং দ্রুত উপায়। ফাংশন কীগুলি এক্সলেরে সমস্ত সংস্করণে একই আউটপুট দিয়ে থাকে, যাতে এগুলো মনে রাখা সহজ হয়। আপনি জানলে অবাক হবেন এখনকার ব্যবহৃত ১২ টি ফাংশন কি আজ থেকে ৩৭ বছর আগে ১৯৮৪ সালে প্রথম ব্যবহার হয় মডেল ম কম্পিউটার কী-বোর্ড এ। এর পূর্বে এফ১ থেকে এফ১০ পর্যন্ত দশটি ফাংশন কী ব্যবহার হয়েছিল ১৯৮১ সালে আই বি এম এর পার্সোনাল কম্পিউটার কী-র্বোড এ।



ফ্লেক্সোরাইটার প্রোগ্রামাটিক সর্বপ্রথম ১৯৬৫ সালে ১৩টি ফাংশন কী ব্যবহার করেন যা এফ১ থেকে এফ১৩ হিসেবে ছিলো কী-বোর্ড এর ডান দিকে। যদিও ফ্লেক্সোরাইটার কম্পিউটার টারমিনাল হিসেবে ব্যবহার করা যেতে পারত কিন্তু এই টাইপ রাইটারটির প্রাথমিক উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিং সিস্টেম।
সর্বপ্রথম ১৯৭২ সালে ফাংশন কী ব্যবহার হয়। এই মেইনফ্রেম কী-বোর্ডে শুরুর দিকে ডানদিকে ৩ X ৪ ম্যাট্রিক্সে ১২টি ফাংশন কীগুলো ছিল, পরবর্তীতে এই অংশটি সংখ্যার কীপ্যাডে রুপান্তর হয় এবং ফাংশন কীগুলি কী-বোর্ডের উপরের দিকে চলে যায়।
Information Source: History of Function Key (Wikipedia)