২০২১ সালে Excel skill career growth 2021—আপনার ক্যারিয়ার এগিয়ে নিন
২০২১ সালে Excel দক্ষতা ও ক্যারিয়ার বৃদ্ধি (Excel skill career growth 2021) সম্পর্কে জানতে চাইলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের ডিজিটাল ওয়ার্কস্পেসে Excel শেখা মানেই আপনার প্রোডাক্টিভিটি বাড়ানো, ডেটা বিশ্লেষণ করা, এবং ক্যারিয়ার সম্ভাবনা উন্নয়ন আরও সহজ করে।
তবে, শুধু Excel শেখাই যথেষ্ট নয়—Core ফাংশনগুলো যেমন VLOOKUP, Pivot Table এবং Macros-এ দক্ষ হয়ে উঠলেই আপনি পেতে পারেন বড় সুযোগ। নিম্নে বিশদভাবে জানুন কীভাবে Excel skill career growth 2021 আপনার জন্য কাজ করবে:
বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু কম্পিউটার চেনে না বা কম্পিউটার চালাতে পারোনা এরকম লোক খুঁজে পাওয়া আজকাল একেবারেই মুশকিল I একটা সময় ছিল, ধরুন ২০০০ সালের দিকের কথা বলছি যখন কম্পিউটার জানা লোকের সংখ্যা একেবারেই কম ছিল; তখন শুধুমাত্র কম্পিউটার চালাতে পারলেই চাকুরী নিশ্চিত ছিল I কিন্তু যেহেতু এখন আপনার ঘরের ছোট বাচ্চা টা পর্যন্ত কম্পিউটার চালাতে জানে তাই শুধুমাত্র কম্পিউটার চালাতে পারাটাই চাকরির নিশ্চয়তা দিচ্ছে না I
বর্তমান সময় অনুযায়ী আপনার কর্ম ক্ষেত্রে আপনার পদোন্নতির জন্য বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনি কতটা বেশি প্রডাক্টিভ অর্থাৎ কত অল্প সময় আপনি বেশি কাজ করতে পারেন I আপনার বস এমন কর্মী চান, যিনি কম সময়ে সঠিক কাজ করতে পারেন।
টিপস: ২০২১ সালে Excel অনুশীলনের জন্য শেখার রিসোর্স (YouTube, Udemy, Coursera) এক্সেল সম্পর্কে আরো জানতে ভিজিট করুন : Learn Excel from Microsoft