Artificial Intelligence: New Possibilities

Artificial Inteligence New Oportunity in the world at sultanee.com

Artificial Intelligence: Transforming the Business

বর্তমানে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের (৪ আই আর) শেষ পর্যায়ের দিকে আছি, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’র প্রবর্তনের মাধ্যমে আমাদের জীবনযাপন, কাজ এবং যোগাযোগের পদ্ধতিতে পরিবর্তন আনবে।

প্রথম শিল্প বিপ্লব আমাদেরকে দিয়েছিল পানি এবং বাষ্প চালিত ইঞ্জিন।
দ্বিতীয় শিল্পবিপ্লবে আমরা পেয়েছিলাম বিদ্যুতের ব্যবহার।
তৃতীয় শিল্পবিপ্লবে আমরা পেয়েছি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এবং তথ্য প্রযুক্তির উদ্ভাবন।
এখন চতুর্থ শিল্প বিপ্লব ডিজিটাল প্রযুক্তি তৈরি করছে। এটি এমন প্রযুক্তির একটি ফিউশন হিসাবে বিবেচনা করা হয় যা শারীরিক, ডিজিটাল এবং জৈবিক ক্ষেত্রগুলিকে মিলিয়ে তৈরী হয় বা সম্বন্য় ঘটায়।

Artificial Intelligence / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (মেশিন লার্নিং এবং ডীপ লার্নিং) সিস্টেম পরির্বতন করে দিচ্ছে আমাদের আশে পাশের চিরচেনা সব কাজকর্ম ; প্রতিটি ক্ষেত্রে তৈরী হচ্ছে নতুন সব সম্ভবনা।


আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর কথা চিন্তা করলেই সাথে সাথে আমাদের মনে একটি রোবট এর ছবি ভেসে উঠে মনে পরে হলিউড এর বিখ্যাত মুভি টার্মিনেটর এর কথা। এই তো কয়েক বছর আগের কথা বাংলাদেশের রোবট সোফিয়ার কথা নিশ্চয় আপনাদের মনে আছে। আমাদের কাছে উপস্থাপন যেভাবে ই হোক না কেন আমরা কমবেশি সবাই ধরে নিয়েছি এটাই বোধহয় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। আম্যাজন এর সফল প্রোডাক্ট অলেক্সা বা এপল এর হে সিরি এর ব্যবহার নিশ্চয়ই দেখেছেন এরকম আরো অনেক কিছু প্রতিনিয়ত উদ্ভাবিত হচ্ছে যার পেছনে আছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার।


এমন বৈদূতিক বাতির কথা নিশ্চয় শুনেছেন, যা মোশন ডিটেক্ট করে অর্থ্যাৎ আপনার চলাফেরার উপর নির্ভর করে জ্বলে উঠে আবার নিভে যায়। ঐ বাতির নির্দিষ্ট সিমার মধ্যে কিছু আসলে অটোমেটিকালি বাতি জ্বলে আর কোন কিছু না থাকলে ১০ বা ১৫ সেকেন্ড পর সেই বাতি অটোমেটিকালি নিভে যায়।

এবার আসি আরেকটি উদাহরন এ অনেক বাড়ির মালিক এ ছাদে থাকা পানির ট্যাংকির জন্য ব্যবহার করে অটোমেটিড সুইচ যার কাজ হচ্ছে ট্যাংকির পানি নির্দৃষ্ট সীমার নিচে নেমে গেলে মটর অটোমেটিকালি চালু হয়ে যাবে। আবার ট্যাংকি ভড়ে গেলে অটোমেটিক্যালি মটর বন্ধ হয়ে যাবে।

এবার আসি ভিন্ন একটি উদাহরন এ কিছুদিন পূর্বে একটি প্রতিষ্ঠানের চাল বিক্রির বিজ্ঞাপন নজরে পরল তারা তাদের বিজ্ঞাপনে বলছে তাদের এই চাল প্যাকেজিং এর জন্য রয়েছে আধুনিক মেশিন যা স্বয়ংক্রিয়ভাবে নষ্ট / কালো / মোটা চাল আলাদা করে শুধুমাত্র নির্দিৃষ্ট সাইজ / রংয়ের চাল ই প্যাকেজিং লাইনে প্রেরন করে।

এইরকম আরেকটি ডুকুমেন্টরি দেখেছিলাম অনেকবছর আগে বিশ্বখ্যাত চিপস্ কোম্পানী লেইস এর যেখানে দেখানো হচ্ছিল কিভাবে লেইস চিপস্ প্রস্তুত হয় শুরু থেকে শেষ পর্যন্ত । কিছু মানুষ মেশিনের একদিক থেকে আলু দিচ্ছে আর মেশিন এর আরেকদিক থেকে চিপস্ প্যাকেট হয়ে বের হচ্ছে। এখানে কয়েকটি মেশিন এর কাজ ছিল এই রকম যে আলু নির্দৃষ্ট সাইজে স্লাইস করা, যদি কোনটার আকার নষ্ট হয়ে যায় তাহলে এটাকে সরিয়ে দেয়া, আরেকটা মেশিনের কাজ ছিল আলুর স্লাইস নিদৃষ্ট তাপমাত্রায় ভাজা তেল বেশি গরম হলে নিজে থেকেই হিট নিয়ন্ত্রন করা, আরেকটি মেশিন ছিল যার কাজ ছিল কোন স্লাইস ভাজার সময় কালো হয়ে গেলে বা ভেঙ্গে গেলে সেটাকে প্যাকেজিং লাইন থেকে সরিয়ে দেয়া।

একবার চিন্তা করেন এই কাজগুলো যদি মেশিন দিয়ে না করে মানুষ নিজ হাতে করত তাহলে কি হত। উৎপাদন কমতো, প্যাকেটি পোড়া ভাঙ্গা কাচাঁ বা আধা সিদ্ধ আলুর স্লাইস পাওয়া যেত সেই জায়গায় এই মেশিন গুলো শুধুমাত্র কোয়ালিটি নিশ্চিত ই করছে না বরং তারা প্রোডাকশন স্পিড করেছে, কোম্পানির প্রোডাক্শন কস্ট কমিয়েছে এবং সেই সাথে প্রফিট মার্জিন বৃদ্ধি করেছে।

আপনি ফেসবুক ব্যবহার করার সময় বা ইউটিউব দেখার সময় কখনো কি খেয়াল করে দেখেছেন; আপনি ফেসবুকে কোন একটা বিজ্ঞাপন এ ক্লিক করার পর থেকে অটোমেটিক্যালি ঐ একই টাইপের আরো অনেক বিজ্ঞাপন আপনার ফিডস্ এ আসছে বা কোন একটা গ্রুপ এ ক্লিক করার পর ঐ একই টাইপের আরো অনেক গ্রুপ সাজেশন আপনার নোটিফিকেশনস্ এ আসছে অথবা ইউটিউব এ কোন একটি ভিডিও দেখার পর অটোমেটিক্যালি ঐ একই টাইপের আরো ভিডিও আপনার সাজেশন লিষ্ট এ চলে এসেছে। লক্ষ্য করলে দেখবেন হুবহু এইরকম ই হচ্ছে। এর পেছেন কি কাজ করে বা এটা কিভাবে হয় যদি সংক্ষেপে বলি এর কারন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর ব্যবহার।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স শুধুমাত্র এই প্রোডাকশন মেশিন নয় আপনি যা চিন্তা করতে পারেন সেই সকল কাজে ব্যবহার যোগ্য যেমন বন্যা নিয়ন্ত্রন, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রন, স্বয়ংক্রিয় লাইট, ফ্যান, দরজা, এসি, ফ্রিজ এবং এর রিমোট এক্সেস, রিক্রুটমেন্ট টাস্ক, এডমিন টাস্ক, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, চাষাবাদ, সেচঁকাজ সহ সকল ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করা যাবে।

Example of Artificial Intelligence / আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহৃত কিছু খাত:

  • Manufacturing robots / উৎপাদনকারী রোবট
  • Self-driving cars / স্ব-চালিত গাড়ি
  • Smart assistants / স্মার্ট সহকারী
  • Proactive healthcare management / সক্রিয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা
  • Disease mapping / রোগ ম্যাপিং
  • Automated financial investing / স্বয়ংক্রিয় আর্থিক বিনিয়োগ
  • Virtual travel booking agent / ভার্চুয়াল ট্রাভেল বুকিং এজেন্ট
  • Social media monitoring / সোশ্যাল মিডিয়া মনিটরিং
  • Inter-team chat tool / ইন্টার-টিম চ্যাট টুল
  • Conversational marketing bot / কথোপকথন বিপণন বট
  • Natural Language Processing (NLP) tools / প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ

Journey of Artificial Intelligence / আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর যাত্রা:

Journey of AI blog at sultanee.com

আমাদের অনেকের মধ্যেই একটি ধারনা কাজ করে এই আধুনিক পদ্ধতির কারনে বেকারত্ব বাড়তে পারে যা নিছক একটি ধারনাই মাত্র। কারন এমন ধারনা ২০০০ সালের দিকে ও ছিল কম্পিউটারকে নিয়ে, যা পরবর্তীতে ভুল প্রমানিত হয়েছে। কম্পিউটার এর কারনে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরী হয়েছে।

অবশ্য যারা এই প্রযুক্তির সাথে নিজেদের স্কীল ডেভেলপ করতে পারবে না তারা বেকার থাকার সম্ভাবনা থেকেই যাবে। আরেকভাবে যদি বলি আপনি যদি কোন ভারি বস্তু ২০ তলা বিল্ডিং এর ছাদে নিতে চান তাহলে কিভাবে করবেন? শ্রমিকদের দিয়ে তাদের মাথায় করে সিড়ি দিয়ে নিবেন না লিফ্ট ব্যবহার করবেন।

আমরা অনেকেই হয়ত জানিই না এই আধুনিক যন্ত্রগুলোও কিন্তু কোন না কোন মানুষ ই নিয়ন্ত্রন এবং মনিটরিং করছে। অর্থ্যাৎ মানুষ বেকার হচ্ছে না বরং অদক্ষ লোকেরা কাজ পাচ্ছে না যার সাথে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর কোন সর্ম্পকই নেই।

Artificial Intelligence is not intend to replace human rather it’s objective is to enhance and improve the efficiency of human and make better world for all.

You can be a professional web designer and freelancer just in 90 days. Join our Webdesign course today (click on Webdesign to learn more)